বাওথার একটি ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম। এই গ্রামের অনেক স্মৃতি বিজরিত ইতিহাস আছে। আমি সে সকল ভাগ্যবানদের একজন যে, এলাকার ক্ষণজন্মা কৃতি মানুষ সর্বজন শ্রদ্ধেয় মরহুম এ্যাডভোকেট মজিবুর রহমান, প্রতিষ্ঠাকালীন সভাপতি, বাওথার ওহাব বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার ধারাবাহিকতায় তারই উত্তরসূরী জনাব মোঃআবুল কালাম আজাদ এর নেতৃত্বে বাওথার মোমেছা বেগম উচ্চ বিদ্যালয়টি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ২০০৮ সাল থেকে শুরু হয়। বাওথার মোমেছা বেগম একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। সুদীর্ঘকাল হতে এই প্রতিষ্ঠানটি জ্ঞানের আলোক শিখা বিকরণ করে অজ্ঞতার অন্ধকার দুর করে আসছে। বিশেষ করে বাওথার মোমেছা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা ও প্রতিষ্ঠাকালিন কমিটি, আজীবন দাতা, গভনিং বডি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠান পরিচালনার সাথে সংশ্লিষ্ট থেকে যারা দীর্ঘকাল ধরে প্রতিষ্ঠানকে লালন করে আসছেন তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
প্রতিষ্ঠালগ্ন থেকে এই বিদ্যালয়টি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এবং দেশের দক্ষ জনশক্তি তৈরিতে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। জ্ঞানই একটি জাতির প্রকৃত সম্পদ। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানই পারে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, নৈতিক এবং মানবিক গুনে গুনান্বিত নাগরিক হিসেবে গড়ে তুলতে। বাওথার মোমেছা বেগম উচ্চ বিদ্যালয় সেই লক্ষ্যেই কাজ করে চলেছে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে আমরা কেবল পাঠ্যপুস্তকের গন্ডিতে সীমাবদ্ধ থাকিনা শিক্ষার্থীদের মননশীলতা, সৃজনশীলতা ও নেতিক মূল্যবোধ গঠনের উপর ও সমান গুরুত্ব দেই। শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবক ও এবং শিক্ষার্থীদের সম্মেলিত প্রচেষ্ঠায় আমাদের বিদ্যালয় এমনি অনন্য শিক্ষার পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে। বর্তমান শিক্ষার্থীদের সাথে প্রাক্তন শিক্ষার্থীদের সেতুবন্ধন রচনা লক্ষ্যে মানবিক উদ্ভাসিত হয়ে উঠবে এবং প্রবীনের সাথে নবীনের অতীতের সাথে বর্তমানের এক সেতুবন্ধন রচিত হউক এই কামনা করছি।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষাই পারে একটি সমাজকে আলোর পথে এগিয়ে নিতে বাওথার মোমেছা বেগম উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষার্থীর মেধা বিকাশের একটি নিরাপদ, সু-শৃ্ঙ্খল ও বন্ধুসূলভ জায়গা হয়ে উঠবে। তাই কামনা করি।
বাওথার মোমেছা বেগম উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত হয়ে দান, অনুদান, সাহায্য সহযোগিতা করে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা বেঁচে আছেন তাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
জীবনে চলার মুহূর্তে ক্ষণিকের এই হারিয়ে যাওয়ার ক্ষণে যারা একত্রিত হয়েছি আগামীতে প্রতিষ্ঠানের সার্বিক সফলতায় সকলে এগিয়ে আসবেন আশা করছি। ফ্যাসিবাদীদের মুলৎপাটন করে জুলাইয়ের চেতনার বাস্তবায়ন করতে হবে।
সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ।